ববি প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বরিশালস্থ ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ নামে একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
বরিশালের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন বিভাগের ৬ জন বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ক্যাম্পে চার শতাধিক রোগী দেখেন। এছাড়াও এক শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং একশত নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস। এছাড়াও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ও বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় মাইকিং করে ফ্রি চিকিৎসার বিষয়টি জানানো হয়। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে সংগঠনটির প্রশংসা শোনা গেছে।তাদের প্রত্যাশা এমন ধরনের স্বেচ্ছাসেবী মূলক অনুষ্ঠানের আরো আয়োজন করা হোক।
এমআই