মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি:
শনিবার ২৬ নভেম্বর ২০২২ তারিখে মালদ্বীপস্থ Mianz International College (MI College) আড়ম্বরপূর্ণ পরিবেশে সমাবর্তন পালন করে, অনুষ্ঠানটি মালদ্বীপস্থ Ghiyasuddin International School-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
মালদ্বীপের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর ইব্রাহিম হাসান অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া MI College এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আহমেদ মোত্তাকি এবং চ্যানেল আই-এর পরিচালক ও প্রধান জনাব শাইখ সিরাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তিনি তার বক্তব্যে স্নাতক উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি ডিগ্রি ও পদক বিতরণ করেন। তিনি সকল শিক্ষার্থীদেরকে তাদের অর্জিত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজ দেশ এবং বিশ্বের কল্যাণে অবদান রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।
তিনি আরও বলেন MI College এর মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রদানে এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য বাংলাদেশি হিসেবে জনাব আহমেদ মোত্তাকিকে অনেক ধন্যবাদ জানান।
বাংলাদেশ হাইকমিশনার শিক্ষা ও কৃষি ক্ষেত্রসহ অতিতের মত ভবিষ্যতেও মালদ্বীপের উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে বাংলাদেশের সর্বাত্মক সহায়তা প্রদানে তার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।
সবশেষে ফটোসেশন এবং রিফ্রেশমেন্ট এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাবর্তন শেষ হয়।
সময় জার্নাল/এলআর