অর্পণ ধর, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অবসর গ্রহণ করলেন অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। আজ রবিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অধ্যাপক মুহিবউল্যাহ রাবিতে ১৯৮৪ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার দুই শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তার বিশটি বই প্রকাশিত হয়েছে।
বিদায়ী বক্তব্যে অধ্যাপক মুহিবউল্যাহ বলেন, 'শিক্ষার্থীদের মানবিক হতে হবে। তোমরা মানবিক কাজের সাথে সবসময় যুক্ত থাকবে। সবার জীবনে তিনটি পর্যায় থাকে। আমি এখন শেষ পর্যায়ে আছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি।'
বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সাদমান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. খালিদ আলম এবং সমিতির উপদেষ্টা ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক মুহিবউল্যাহ রাবির বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি প্রতিষ্ঠাতা ছিলেন এবং বর্তমানে সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সময় জার্নাল/এলআর