মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
'অসমতা দুর করি এইডস মুক্ত বিশ্ব গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী আলোচনাসভা ও এইচআইভি পরীক্ষার বুথ উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এইচআইভি পরীক্ষার একটি বুথ উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার এখানে বিনামুল্যে মানুষের এইচআইভি পরীক্ষা করা হবে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এইডস দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্ব এইডস দিবসের তাৎপর্য তুলে ধরে অনিরাপদ যৌন মিলন না করা ও একই সুই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহন না করার পরামর্শ দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার কামরুন্নাহার আজাদী, মেডিকেল অফিসার সুলতান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমআই