মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিরোধীয় জায়গায় বিল্ডিং ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে জাফর আহম্মেদ গংয়ের বিরুদ্ধে। উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহমান বাদি হয়ে কুমিল্লার আদালতে জাফর আহম্মেদসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনকালে জাফর আহম্মেদ গং কর্তৃক বিরোধীয় সম্পত্তিতে নির্মাণ কাজ করতে দেখা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অলিপুর গ্রামের বড় বাড়ির আবদুর রহমান গংয়ের সাথে বসতবাড়ির ৪২ শতক জায়গা নিয়ে জাফর আহম্মেদ গংয়ের বিরোধ চলছিল। গত ২০ নভেম্বর রোববার সকালে জাফর আহম্মেদ, সাইফুল ইসলাম ও আবদুল কাদেরের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিরোধীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
এ সময় আবদুর রহমান গংয়ের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে জাফর আহম্মেদ গং ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আবদুর রহমান ২৪ নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লার আদালতে জাফর আহম্মেদ, সাইফুল ইসলাম ও আবদুল কাদেরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। চৌদ্দগ্রাম থানা পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক উভয়পক্ষকে বিরোধীয় সম্পত্তিতে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে স্থিতিবস্থার নির্দেশ দেয়। কিন্তু পুলিশ এলাকার ত্যাগ করলে জাফর আহম্মেদ গং আবারও ঘর নির্মাণ কাজ শুরু করে। এভাবেই বিরোধীয় সম্পত্তি জোরপূর্বক দখলে নিচ্ছে জাফর আহম্মেদ গং।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বৃহস্পতিবার বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী উভয়পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ প্রদান করা হয়েছে। বিরোধীয় সম্পত্তিতে একপক্ষ নির্মাণ কাজ করছে বলে শুনেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে’।
সময় জার্নাল/এলআর