মো. মোস্তাফিজুর রহমান রিপন, জেলা প্রতিনিধি (ঝালকাঠি):
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদারকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
০১ডিসেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলা প্রশাসন কার্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় নলছিটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে নলছিটিতে প্রায় ৩ বছর সফলতার সঙ্গে ইউএনওর দায়িত্ব পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগে বদলী হওয়ায় রুম্পা সিকদারকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সময় জার্নাল/এলআর