সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ওবায়দুর রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাইলিং করার সময় পিলারের আঘাতে তার মৃত্যু হয়। নিহত ওবায়দুর রহমানের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, নিহত নির্মাণশ্রমিক দ্বিতীয় প্রশাসন ভবনের পাইলিংয়ের কাজের সময় পিলারের অবশিষ্ট অংশ কাটতে গেলে পিলারের বড় একটি অংশ তার গায়ের ওপর পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পরে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রমিকের মৃত্যুর বিষয়কে কেন্দ্র করে রাত সাড়ে আটটায় নির্মাণাধীন এলাকায় অবস্থান নেন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাদেরকে নির্মাণশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দাবিতে সেখানে বিক্ষোভ এবং নির্মাণ এলাকার টিনের প্রাচীর ভাংচুর করতে দেখা যায়।
তাদের দাবিগুলোর মধ্যে ছিল, নির্মাণ শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার ব্যবস্থা করতে হবে, নিহত ওবায়দুর রহমানের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকদের পারিশ্রমিক চালু রেখে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা, দিনের বেলা ক্লাস চলাকালীন সময়ে নির্মাণকাজ বন্ধ রেখে রাতের বেলা কাজের ব্যবস্থা করা।
এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া চলমান কাজের ফলে মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলাকেই দায়ী করেন শিক্ষার্থীরা।
এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম জুয়েল, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণের বিষয়ে নির্মাণ কোম্পানির প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, ‘শ্রমিকদের ইনসুরেন্স করা আছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনা শোনার পরপরই তাকে উন্নত চিকিৎসার দেওয়ার কথা বলেছি। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কীভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হবে।’
সময় জার্নাল/এলআর