মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলাধীন আশাশুনি- ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক।
নিহতের নাম দেবাশীষ সরকার (৪২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের অজয় চন্দ্র সরকারের ছেলে।
শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, দেবাশীষ ও অভিজিৎসহ ১০/১২ জন লোক রাতে আশাশুনি -ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে দাঁড়িয়ে ছিল।
এ সময় রাত সাড়ে দশটার দিকে নাকতাড়া গামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের গায়ের উপর উঠিয়ে দেয়। এতে দেবাশীষ সরকার, অভিজিৎ সরকার, মোটরসাইকেল চালক মেহেদী হাসান ও আরোহী মাহমুদুল গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দেবাশীষ সরকার মারা যায়। আহত অভিজিৎ সরকার, মেহেদী হাসান ও মাহমুদুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎ সরকার ও মেহেদী হাসানকে রাতেই খুলনা মেডিকেলকলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজন।
সময় জার্নাল/এলআর