বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্স শুরু আগামীকাল

শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২
খুলনা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্স শুরু আগামীকাল

মোঃ মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আগামী ৩ ও ৪ ডিসেম্বর ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স -২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ৫১ জন অ্যাকাডেমিক, গবেষক, এবং প্রথিতযশা সাংবাদিক উপস্থিত থাকবেন। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য- ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম: মিডিয়া’স সার্চ ফর সল্যুউশন’।

কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) হলো যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক শিক্ষকদের একটি অলাভজনক সংগঠন। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিজেইএনের নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এবার সম্মেলনের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে।

এবারের সম্মেলনের মূখ্য আলোচ্য বিষয় ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম’। সাংবাদিকতার এই নতুন ধারণাটি নেতিবাচক বিষয়ের ওপর গণমাধ্যমের অতিগুরুত্ব আরোপ করাকে নিরুৎসাহিত করে এবং একইসাথে সমস্যার থেকে সমাধানের দিকে বেশি নজর দেয়। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও সাংবাদিকবৃন্দ সাংবাদিকতার এই নতুন ধারণাটি কেন্দ্র করে গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে এই সম্মেলনের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবুসাঈদ খান বলেন, “কনস্ট্রাকটিভ জার্নালিজম- এটি যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের একটি নতুন ধারণা। এই সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক এবং স্বনামধন্য সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে এই নতুন ধারণাটি চর্চা ও আলোচনা করবো। আমি আশা করি যে, এই আলোচনার মধ্যে দিয়ে এমন কিছু উঠে আসবে যা যোগাযোগ ও সাংবাদিকতার বিভিন্ন খাতকে সমৃদ্ধ করবে।”

ডয়চে ভেলে একাডেমি- বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার ফাহমিম ফেরদৌস বলেন, “খুলনায় এই সিক্সথ সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্সের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আমাদের প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন এর পক্ষ থেকে সারা দেশের সাংবাদিকতার শিক্ষক, গবেষক ও সাংবাদিকদের এই সম্মেলনে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।”

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল