ক্রীড়া প্রতিবেদক, ঢাকা : উজবেকিস্তানে চলছে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। আর করোনার তাণ্ডবে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে আন্তজার্তিক ফ্লাইট চলাচল। এমন অবস্থায় হতাশ হয়ে পড়েছিলেন দুই ভারোত্তোলক। এর মধ্যে দেশ সেরা ভারোত্তোলক মাবিয়া সীমান্তর ইভেন্ট শেষ হয়ে গেছে। তবে ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ও মনিরা কাজীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
সেই সুযোগ পেয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাসখন্দের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন জিয়ারুল ও মনিরা। শুক্রবার (২৩ এপ্রিল) তাসখন্দে পৌঁছানোর কথা তাদের।
বিশ্রামের সুযোগ পাচ্ছেন না মনিরা কাজী। কারণ ওইদিনই তার ইভেন্ট রয়েছে। পরের দিন পরীক্ষায় নামবেন জিয়ারুল।
ভারোত্তোলক মাবিয়া সীমান্তর যে ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল তা বুধবার (২১ এপ্রিল) শেষ হয়েছে।
সময় জার্নাল/আরইউ