নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে বুধবার (২১ এপ্রিল) এক হাজার ৩৪৯ জন কারাবন্দিকে জামিন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি আবেদনের শুনানি শুরু হয়েছে। যা অব্যাহতভাবে চলছে।
তিনি আরও জানান, ২১ এপ্রিল সারা দেশে ১৩৪৯ জনসহ সাত কার্যদিবসে মোট ১৩ হাজার ৬০৭ জন কারামুক্ত হয়েছেন।
সময় জার্নাল/আরইউ