মোঃতারিকুল ইসলাম আরিফ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মচারী কল্যাণ পরিষদের (১৭-২০) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ সিকদার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহিন সরদার কালু।আগামি (২০২৩-২৪) দুই বছর এ পরিষদের নেতৃত্ব দিবেন তারা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ৪ ঘটিকায় নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম. সানোয়ার পারভেজ লিটন তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যান পরিষদের অন্যান্য পদগুলোর জন্য নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি মোঃ উজ্জ্বল খান ও শামিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,কোষাধ্যক্ষ উৎপল মুখার্জী,দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলিল,প্রচার সম্পাদক মোঃ রাসেল,সহ-প্রচার সম্পাদক মোঃ কাসেম মল্লিক,আইন বিষয়ক সম্পাদক অপূর্ব ভক্ত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লোকমান হোসেন, ধর্ম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার,মহিলা বিষয়ক সম্পাদক মোসা. শাহীনুর বেগম।
এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ সমীর হাওলাদার, মোঃ আইয়ুব আলী শরীফ, মৃন্ময় বৈরাগী ও মোঃ মাসুদ রানা।
নব-নির্বাচিত সভাপতি মোঃ আরিফ সিকদার সময় জার্নালকে বলেন," আমরা আরো বেশি বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতা আনতে চাই ।এ পরিষদকে আরো সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হবে আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।"
সময় জার্নাল/এলআর