এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ফারজানা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক আলী শেখের মেয়ে। কিশোরী কি কারনে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ফারজানা তাদের বাড়ীর বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা দেখতে পেয়ে ফারজানাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এসময় ফারজানাকে মৃত ঘোষনা করেন।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।
সময় জার্নাল/এলআর