সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক :
মির্জা ফখরুল বলেন শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশ হবেই।আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নাইটেঙ্গল মোড়ে এলে পুলিশ কর্মকর্তারা মির্জা ফখরুলের গাড়ির আটকে দেয়। এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মির্জা ফখরুলে গাড়ি থেকে নেমে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘আমি আমার পার্টি অফিসে যেতে চাই।’ ওই কর্মকর্তা বলেন, ‘স্যার’ ‘গতকাল বিকাল বেলা ও রাতে যেভাবে আমাদের পুলিশ সদস্যদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করেছি, যে পরিমাণ ককটেল বোমা উদ্ধার করা হয়েছে; সেটি এই মুহূর্তে আমাদের কাছে ঘটনাস্থল, যেটিকে আমরা আইনের ভাষায় বলি প্লেস অব অকারেন্স। সো এটা আমরা ক্রাইম সিন হিসেবে বিবেচনা করছি। ক্রাইম সিন হিসেবে আমাদের সিআইডি, বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে যেতে পারবে না।’
মহাসচিব আবারো জানতে চান, আমি অফিসে যেতে পারবো কিনা? পুলিশ কর্মকর্তা বলেন, ‘ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কেউ অ্যালাউড না। নো বডি অ্যালাউড টু গো।’‘আমি বিএনপির সেক্রেটারি জেনারেল হিসেবে আমার পার্টি অফিসে যেতে পারব কিনা এটা আপনি বলুন?’ এ রকম প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নো বডি ইজ অ্যালাউড টু এন্টার ইন টু দ্য পার্টি অফিস।’
পরে বিএনপি মহাসচিব গতকাল নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত পল্লবী ৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেনের মরদেহ দেখতে যান এবং তার পরিবারকে সান্ত্বনা দেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব সরকার জানান, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি অফিসে কারো প্রবেশাধিকার নেই।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে উপস্থিত গণমাধ্যমকে বলেন, ‘আমি বিএনপির মহাসচিব। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে এটা সর্বৈব মিথ্যা। আমাদের ওখানে কোনো বিস্ফোরক ছিল না। নাথিং ওয়াজ দেয়ার। তারা (পুলিশ) নিজেরা এসব করেছে আপনারা (গণমাধ্যম) তা দেখেছেন।’ ‘সমাবেশ হবেই’ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘১০ তারিখের সমাবেশ যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এর দায়-দায়িত্ব থাকবে সরকারের।’
এখন কোথায় হবে সমাবেশ? জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা জানিয়েছি। আবার জানাব।’তিনি অভিযোগ করে বলেন, ‘এটা সম্পূর্ণভাবে চক্রান্ত ও পরিকল্পনার প্লট বলে বিএনপিকে ম্যালাইন করার জন্য, আমাদের ১০ তারিখের যে সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করে দেয়ার জন্যে এটা সরকারের হীন পরিকল্পনা-চক্রান্ত। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করবার জন্য আমার রাজনৈতিক অধিকারকে করবার জন্য, আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যেতে না পারি তাহলে কী করে একজন রাজনৈতিক নেতা-কর্মীরা কাজ করবে। একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে, সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এখন একজন মহাসচিব যে যদি তার অফিসেই যেতে না পারে তাহলে এটা সম্ভব না। এখানে গণতন্ত্র তো দূরের কথা, এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্তভাবে বাস করছে না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ অবিলম্বে বিএনপি অফিসকে খুলে দেয়ার জন্য আমাদের যাওয়ার ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। যাদেরকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেয়ার জন্য দাবি জানাচ্ছি এবং যে নিহত হয়েছে, শহীদ হয়েছে তার তদন্ত করে তাকে বিনা কারণে যে হত্যা করা হয়েছে সেটার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল