স্টাফ রিপোর্টার, সময় জার্নাল : অর্থ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত তিন অতিরিক্ত সচিবকে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সেলিনা আক্তার কে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদায়ন করা হয়েছে। এছাড়াও রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সাইদ হাসান শিকদারকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
সময় জার্নাল/এমআই