শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২
কুড়িগ্রামের জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : 

শীতের শুরুতেই দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে বে-সরকারী সংস্থা আশা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের নিকট এসব কম্বল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশার কুড়িগ্রামের সিনিয়র ম্যানেজার মো: রফিকুল ইসলাম, অডিট ম্যানেজার মো: আবুবক্কর সিদ্দিক, রাজারহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: মাহফুজ আলম, কুড়িগ্রাম সদরের সুরেশ চন্দ্র সরকারসহ কুড়িগ্রাম সদর-১, সদর-২ ও ত্রিমোহনী ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজারসহ অন্যান্য ব্রাঞ্চের ম্যানেজারগণ।

প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারূী সংস্থা আশার কর্মকর্তারা।

আশার পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার সিনিয়র ম্যানেজার মো: রফিকুল ইসলাম জানান, আশার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল