সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ট্রাক চাপা পড়ে এক ভ্যান চালক নিহত ও সাইকেল চালক এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা দেড় টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের লাবসা ইউপির দেবনগর বলফিল্ডের কাছে এঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত ভ্যান চালকের নাম ফয়সাল হোসেন (২৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত আবুল কলামের ছেলে। আহত সাইকেল চালক কিশোরের নাম সিজব(১৪)। সে সদও উপজেলার মথুরাপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী দিপঙ্কর কুমার জানান, লাবসা মোড় থেকে ছেড়ে আসা বিনেরপোতা গামী দ্রুত গতির একটি ট্র্াক বেলা দেড়টার দিকে বাইপাস সড়কের লাবসা ইউপির দেবনগর বলফিল্ডের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি ভ্যান ও একজন বাইসাইকেল চালককে চাপা দেয়। এতে ট্রাক চাপায় ভ্যান চালক ফয়সাল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় সাইকেল চালক কিশোর সজিব (১৪)।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্ত তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসা জন্য সাথে সাথে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
সময় জার্নাল/এলআর