রাইসা মেহজাবীন:
নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। যৌথভাবে এতে সহায়তা করে জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনডিপি, সিআরআই ও ইয়ং বাংলা।
নারায়ণগঞ্জের চিটাগাংরোড এর গ্রীন গার্ডেন পার্টি সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকগণ, বাজার ব্যবস্থাপনা কমিটি ও পরিবহন সেক্টরের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার অংশীজনেরা অংশগ্রহণ করেন।
প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের এর সঞ্চালনায় ৫০ জন তরুণ স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য, বাজার মালিক কমিটির সুদস্যদের অংশগ্রহণে এই কর্মশালা থেকে নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী, গার্মেন্টসকর্মী, শিল্প কারখানার শ্রমিক হিসেবে কর্মরত নারীদের হয়রানির কারণ, এর জন্য দায়ী ও প্রতিকার গুলো উঠে আসে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের ঢাকা বিভাগীনের সভাপতি দিলরুবা খানম ও সাধারণ সম্পাদক আবরার শাকিফ খান এবং নারায়ণগঞ্জ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন।
সময় জার্নাল/এলআর