বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২
নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রিকশাচালকসহ আরও দুজন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এ ঘটনায় রিকশাচালকসহ আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। রাস্তার পাশে থাকা ট্রাফিক বক্স কাভার্ডভ্যানের ধাক্কায় ভেঙে গেছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী নিহতের ঘটনায় আহত একজন গণস্বাস্থ্য হাসপাতালে ও আরেকজন ঢামেকে চিকিৎসাধীন।
তিনি বলেন, পুলিশ বক্সে ধাক্কা দিলেও ভেতরে পুলিশ সদস্যরা ছিলেন না। পুলিশ সদস্য থাকলে হয়তো তারাও হতাহত হতেন।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, এ ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক চালক ও হেলপারকে আটক করা হবে। এছাড়া পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এলআর