বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর-২০২২) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দিনাজপুর ক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল হক খান, ক্রীড়া সম্পাদক মোঃ মনসুর রহমান, নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান ও মোঃ আসাদুজ্জামান আসাদ।
আলচোনা সভায় সাংবাদিক মোঃ আব্দুস সাত্তারসহ দিনাজপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর