ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
জাতীয় পতাকা উত্তোলন, পূষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নাটোরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের স্বাধীনতা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা বারের সাধারন সম্পাদক মালেক শেখসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজ নৈতিকদলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানারে পুস্পস্তবক অর্পণ করেন। এদিকে সকাল ৮টায় শংকর গোবিন্দ স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। মুক্তিযোদ্ধা ও পুলিশ বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এতে অংশ নেয়।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। পরে সেখানে পুলিশ বাহিনী, আনসার সদস্য ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশ নেন। পরে বাগাতিপাড়া উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
এছাড়া, জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর