নিজস্ব প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি বিজয় র্যালি করেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজয় র্যালির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ।
র্যালিটি নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুল, মোহাম্মাদ শাহজাহান, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান প্রমুখ অংশ নিয়েছেন।
দুপরের আগেই বিএনপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন।
সময় জার্নাল/এলআর