ইসাহাক আলী, নাটোরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.মোঃ শফিকুর রহমানের মুক্তির দাবিতে নাটোরে পুলিশের চোখ ফাকিঁ দিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের ফুলবাগান এলাকায় জেলা জামায়াতের উদ্দ্যোগে জেলা আমীর ড.মীর নূরুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মূল শহরের অদূরে সদর উপজেলা পরিষদের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, নাটোর শহর শাখার আমীর মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ও নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর কতুবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
তবে পুলিশ আসার আগেই নেতাকমীর্রা সটকে পড়ে।
এমআই