সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড রিপোর্টাস ক্লাবের সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব,সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগে সদস্য ও ভোরের কাগজের প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁনের শুভ জম্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠন।
শনিবার(১৭ ডিসেম্বর ২২)উপজেলার সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবে বহু গুনী মানুষ ও নেতৃবৃন্দের আগমন আবেগাপ্লুত করেছে সাংবাদিক ইউসুফ খানকে।এসময় উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম,সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃআনিছুর রহমান, ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হুদা, নির্বাহী সভাপতি নাজনীন আক্তার পান্না, সাধারণ সম্পাদক শামিমা আক্তার লাভলী, প্রচার সম্পাদক মো. হারুন,দপ্তর সম্পাদক সপু কুমার দাশসহ ভোরের কাগজ পাঠক ফোরামের কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা, কেক ও উপহার নিয়ে উপস্হিত ছিলেন।
শুভেচ্ছায় কেক ও উপহার নিয়ে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন এর সভাপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।শুভেচ্ছায় উপস্হিত হয়েছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পৌরসভাপতি জুবায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, হুমায়ন মারুফ চৌধুরী, মো. ইব্রাহিম খলিল, মো. ইকবাল ও আলমগীর হোসেন।
মিস্টি ফুল নিয়ে উপস্হিত হয়েছেন ৭১ টিভির চট্টগ্রাম করেসপন্ডেন্ট সাংবাদিক ইমাম হোসেন স্বপন, সাংবাদিক রেজাউল হোসেন পলাশ, সাংবাদিক ফারহান সিদ্দিক, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, সাংবাদিক মহিউদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক শেখ নাদিম ও ক্যামেরাম্যান মো. আরিফসহ অনেকে। শতাধিক নেতৃবৃন্দের ভালবাসায় সিক্ত আমি।
ভালবাসার এ ঋন শোধিবার নয়।
সময় জার্নাল/এলআর