নিজস্ব প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে জনসভা করবে ১৪ দলীয় জোট।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা জনসভায় বক্তব্য রাখবেন।
জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
সভায় গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন।
সময় জার্নাল/এলআর