মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া কালাম সেন্টারে জনগনের স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে যাত্রা শুরু করেছে গুড লাইফ ডায়াগনোস্টিক সেন্টার।
সোমবার (১৯ ডিসেম্বর ২২) বিকাল ৪টার দিকে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বারআউলিয়া কালাম সেন্টারের নীচ তলায় গুড লাইফ ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোঃ আলি আকবর আজাদ মাষ্টারে এর সঞ্চালনায় আলহাজ্ব আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ।এসময় তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা.মোঃ শাহরিয়ার আহমেদ মিলন,ডা.মোঃ গিয়াস উদ্দিন টিপু,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,হাজী তৈয়ব আহমেদ,শ্রমিক নেতা দিদারুল আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,গুড লাইফ ডায়াগনষ্টিক সেন্টার এর সকল পরিচালকবৃন্দ, এলাকার জনসাধারণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আলমগীর হোসেন জানান,জনগনের স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি নিয়ে সোনাইছড়ি বারআউলিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি চালু করিছি এবং আমরা গরীব ও দুস্থ রোগীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।
এমআই