সর্বশেষ সংবাদ
নিজেস্ব প্রতিনিধি: ভ্যাকসিনের চতুর্থ ডোজ শুরুর প্রথমদিনে চট্টগ্রামে মানুষের সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রচারণার অভাব এবং করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষের টিকার প্রতি আগ্রহ কমেছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে মেয়র রেজাউল করিম চৌধুরী নিজে করোনার টিকার চতুর্থ ডোজ নিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সিটি করপোরেশন ও সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর ১১টি কেন্দ্রে করোনার টিকার চতুর্থ ডোজ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতাল, মোহরা ছাফা মোতালেব হাসপাতাল, বন্দরটিলা হাসপাতাল, দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল-চট্টগ্রাম, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, নৌবাহিনী ও বিমানবাহিনী হাসপাতাল এবং উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ওয়েলফেয়ার মাতৃসদন ও হাসপাতাল। প্রথমদিনে মঙ্গলবার শুধু চসিকের জেনারেল হাসপাতাল, চমেক হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে টিকা দেয়া হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে বুধবার থেকে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চসিকের স্বাস্থ্য কর্মকর্তা আবু সালেহ।এদিকে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার প্রতিটিতে একটি কেন্দ্রে মঙ্গলবার থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘যারা চার মাস আগে করোনার তৃতীয় ডোজ নিয়েছেন, তারা চতুর্থ ডোজ নিতে পারবেন। আমরা ফাইজারের টিকা দিয়ে কার্যক্রম শুরু করেছি।’ সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় ডোজের সময় যে চিত্র ছিল তার চেয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র। আগে জেনারেল হাসপাতালের ভেতরে বুথের সামনে থেকে লাইন শুরু হয়ে বাইরে মূল ফটক পেরিয়ে চলে যেত কয়েক’শ গজ। এবার দেখা গেছে, বুথে টিকা নিয়ে অপেক্ষায় আছেন কর্মীরা। মাঝে মাঝে দু’য়েকজন আসছেন আর টিকা নিয়ে চলে যাচ্ছেন।হাসপাতালের নিচের কক্ষে পুরুষ ও মহিলাদের জন্য করা হয়েছে আলাদা দু’টি বুথ। দোতলায় ভিআইপিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, সেখানে দু’জন নার্স টিকা নিয়ে ঠাঁই বসেছিলেন। তিনটি বুথে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন মাত্র ১৮৩ জন, যার মধ্যে ৯৮ জন পুরুষ ও ৮৫ জন মহিলা। এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল