বুধবার, ডিসেম্বর ২১, ২০২২
স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদ । বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশিদ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ ডিসেম্বর সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির পাঁচ এমপি পদত্যাগপত্র জমা দেন। হারুন অর রশীদ দেশের বাইরে থাকায় তার পদত্যাগপত্র জমা দিতে পারেননি।
এমআই