বুধবার, ডিসেম্বর ২১, ২০২২
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
প্রাক বড়দিন সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে খ্রীষ্টান সম্প্রদায়ের সাথে দিনাজপুর পৌর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর-২০২২) বিকেলে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কসবা বড় মিশনের ফাদার মাইকেল, বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশন দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি যোসেফ মুর্মু, খৃষ্টান সম্প্রদায়ের নেত্রী খৃষ্টিনা লাভলী দাস, সেন্ট যোসেফ স্কুলের শিক্ষক সিস্টার সিসিলিয়া সিং, কসবাস্থ শান্তি রানী লিটেল ফ্লাওয়ার হোস্টেলের পরিচালক সিস্টার সেলেষ্টিনা মার্ডি, সেন্ট ফ্রান্সিস জেবিয়ার স্কুলের শিক্ষক শেফালী কোড়াইয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান।
মতবিনিময় সভায় দিনাজপুর পৌরসভার বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে প্রাক বড়দিন উপলক্ষে বড়দিনের কেক কাটা হয় ও বিশ্ববাসির সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।
এমআই