মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

পিএইচ.ডি ডিগ্রি অর্জন করলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন

পিএইচ.ডি ডিগ্রি পেলেন ডিআইইউ'র শিক্ষক সাজ্জাদ হোসেন

বুধবার, ডিসেম্বর ২১, ২০২২
পিএইচ.ডি ডিগ্রি পেলেন ডিআইইউ'র শিক্ষক সাজ্জাদ হোসেন

আবুল কালাম,ডিআইইউ প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে “Teaching English to the Students at the Tertiary Level at the Private Universities in Bangladesh: Constraints and Considerations” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ৩১০তম এক সিন্ডিকেট সভায় এই ডিগ্রির অনুমোদন দেয়া হয়। এর আগে একাডেমিক কাউন্সিলে অভিসন্দর্ভটি গৃহিত হয়। তাঁর এই গবেষণার তত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক ড. এম মনিরুজ্জামান। অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ১৯৯৫ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করে। পরবর্তীতে ১৯৯৮ সালে ‘আইডিয়াল কলেজে’ ইংরেজি প্রভাষক পদে যোগদানের মধ্যে দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরের বছর ১৯৯৯ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের প্রভাষক পদে যোগদান করেন৷ পরবর্তীতে ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ ২০১৫ তে অধ্যাপক হয়ে দায়িত্ব পালন করছেন। জন্ম সাতক্ষীরা জেলার সদর উপজেলায়। আট ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ।

এই সাফল্যের পেছনে তাঁর মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন,"দীর্ঘ এক যুগের কষ্ট , সাধনার ও লেখাপড়ার পর এই ডিগ্রি প্রাপ্তি। আমি খুশি ও আনন্দিত।" এছাড়াও তিনি ডিআইইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি যাতে একজন আদর্শ শিক্ষক ও গবেষক হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেন।


সময় জার্নাল// আইপি


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল