সময় জার্নাল ডেস্ক:
সারাদেশে সকল শূন্য পদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫ সালের আগেই সব স্কুল এবং কলেজে শতভাগ শিক্ষক নিয়োগের অংশ হিসেবেই সরকার চাইছে শূন্য পদে সব শিক্ষক নিয়োগ দেয়ার। চাহিদার বিবেচনায় আরো এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হচ্ছে।
ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য গত সপ্তাহে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া এই শিক্ষকদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কর্তৃপক্ষ বরাবরে জমা দিতে হবে।
নতুন বছরের শুরুতেই এসব শিক্ষককে পদায়ন করা হবে। কিন্তু এর পরেও শূন্য আসনের তালিকা প্রস্তুত করে নতুন আরো এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, তিন বছরের বেশি সময়ে নানা আনুষ্ঠানিকতা আর কয়েক দফায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের জন্য সম্প্রতি ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
এর পরেও প্রায় ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আশা করা হচ্ছে আগামী বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক বা ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগামী ২০২৫ সালের মধ্যে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।
দেশে এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শূন্য পদের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
সময় জার্নাল/এলআর