নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপির সাথে অস্ট্রেলিয়া ব্রিটেন কান্ট্রি ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মো: মিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় পরিকল্পনা মন্ত্রী প্রবাসীদের আরও বেশি বিনিয়োগের আহবান জানান।
প্রবাসীদের যেকোন কার্যক্রমে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছেন জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছেন। বিডার ওয়ান স্টপ সার্ভিস তারমধ্য অন্যতম।
অস্ট্রেলিয়া ব্রিটেন কান্ট্রি ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়া বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন মন্ত্রীর কাছে। পাশাপাশি বিভিন্ন সেবা পেতে বাংলাদেশে যেসব জটিলতা রয়েছে সেগুলোও তুলে ধরেন তিনি।
মন্ত্রী কথাগুলো শুনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে জানান।
এমআই