সর্বশেষ সংবাদ
নিজেস্ব প্রতিনিধি:
দুয়ার প্রকাশনীর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বই পড়া কেন জরুরি শীর্ষক আলোচনা ও লেখক আড্ডার আয়োজন করা হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীমুজ্জান, মুক্তিযুদ্ধ গবেষক মুস্তফা হোসেইন, ডা. সাকিরা নোভা, গবেষক কাজল রশীদ শাহীন, কবি ও গবেষক ইমরান মাহফুজ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা সমিতির সদস্য খান মাহবুব।
কাজল রশীদ শাহীন বলেন,
কেবলমাত্র বই পড়ে মানুষ চাইলে যে কোন কিছু করতে পারে। বই পড়েই ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক গবেষক কবি সাহিত্যিক শিক্ষক— যে কোন কিছু হওয়া সম্ভব কেবলমাত্র বই পড়েই। এই বিষয়টা আমাকে অত্যন্ত ভাবিয়ে তোলে৷ আলোকিত করে। তবে ছাপা, স্পর্শ করে বই পড়ার মধ্যে অত্যধিক আনন্দ বলে তিনি বলেন।
আলিমুজ্জামান জানান,
বই পড়া নিয়ে এমন আয়োজন অত্যন্ত প্রেরণার। যখন মোবাইল প্রযুক্তি এসে বইপড়াকে থমকে দিচ্ছে সেখানে দুয়ার প্রকাশনীর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অঞ্চল থেকে ঢাকা বাংলাদেশ যে আলাদা তা আয়োজন ও মানুষের আন্তরিকতা দেখলেই বোঝা যায়।
খান মাহবুব বলেন, দুয়ারের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে বইপড়া কেন জরুরি বিষয়টা আরও সামনে আসা দরকার। বড়দের পাশাপাশি উপস্থিত তরুণের বক্তব্য শুনে দেখলাম এখন তরুণদের মাঝে জড়তা কেটে গেছে,মঞ্চ ভীতি কমেছে এবং তরুণরা কথা বলতে পছন্দ করে....আমি বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছি। আর তা নিশ্চয় বই পড়ার কারণে হয়েছে।
ইমরান মাহফুজ তার বক্তব্যে বলেন, সৃষ্টিকর্তা মানুষকে শ্রেষ্ঠ অবয়ব দিয়ে বানিয়েছেন সত্য কিন্তু
মানুষ আসলে শ্রেষ্ঠ না, তাকে শ্রেষ্ঠ হয়ে উঠতে হয়। আর শ্রেষ্ঠ কিংবা ব্যতিক্রম হতে হলে অবশ্য ই তাকে বইয়ের কাছে আসতে হবে, পড়তে হবে বই৷ আর পড়া শুরু করলেই ধীরে ধীরে পড়ার মাধ্যমে আত্মপরিচয়ের অন্বেষণে যেতে পারে মানুষ। তাতেই এগিয়ে যায় সময় ও সমাজ।
ডা. সাকিরা নোভা জানান তার চিকিৎসা সেবার পাশাপাশি সাহিত্য নিয়ে এগিয়ে চলার কথা।মোস্তফা হোসেইন তার বক্তব্যে ছোটবেলায় কিভাবে বই সংগ্রহ করতেন, পড়তেন। মুক্তিযুদ্ধের সময়ে তার লেখা ডারেয়ীটি স্থান পায় মুক্তিযুদ্ধ জাদুঘরে, উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, দুয়ার প্রকাশনী থেকে প্রকাশিত ধূসর বসন্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। আলী ইসলাম মুমেনের থ্রিলার উপন্যাস অজ্ঞাত সংকল্প বইয়ের প্রচ্ছদ উন্মোচন করা হয়; যা আগামী একুশে বইমেলায় প্রকাশিত হবে।এছাড়াও দুয়ার প্রকাশনীর সেরা লেখক ও বেস্ট সেলার লেখকদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দুয়ার প্রকাশনীর কর্ণধার এম হৃদয় হোসেন। স্বাগত বক্তব্যে তিনি তরুণ প্রজন্মেকে বইমুখী করা ও বইকে আরও সহজপ্রাপ্য করে পাঠকের কাছে পোঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল