সর্বশেষ সংবাদ
পঞ্চগড় প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা গণমিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
পঞ্চগড়ে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়ায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ আরেফিন (৫১) ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হন। গতকাল শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। তবে পুলিশ গুলি করার কথা অস্বীকার করেছেন। নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ এলাকায়।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে। পুলিশের রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আব্দুর রশিদ নামে এক ব্যক্তি মারা যাওয়া বিষয়ের সাথে আজকের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো গুলি করিনি। তাই গুলিতে মারা যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা বলেছি শান্তিপূর্ণভাবে মিছিল করতে কিন্তু তারা লাঠি-সোটা, ইট-পাটকেল নিয়ে এসেছে এবং আমাদের ওপর ইট-পাটকেল ছুেড়ছে। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারসেল ছুেড়ছি। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল