শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লালপুরে দুই হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস

বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২
লালপুরে দুই হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস

ইসাহাক আলী, নাটোর:

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে এক গুড় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রায় ২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। 

আজ বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা এলাকায় র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, আজ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর জাজিরা এলাকায় র‌্যাব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাজিম গুড় ভাণ্ডারের স্বত্বাধিকারী নাজিমকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া এ সময় ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি ও ১০ কেজি ডালডা ধ্বংস করা হয়।

এ সময় স্থানীয়দের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল