লাবিন রহমান:
উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। গা-গোসল দিয়ে চলে এসেছি। শীতের এই ভোরে মেট্রোরেলের টিকেটের লাইনে দাড়িয়ে এমনটাই বলছিলেন শেওড়া পাড়ার বাসিন্দা ফাহিম।
মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন ছেলে নাহিদকে নিয়ে। সাজু বলেন, মেট্রোরেল যুগে বাংলাদেশ। সারাজীবন সিনেমাতেই দেখেছি। আজ তা বাংলাদেশে বাস্তব। এ দৃশ্য নিজের চোখে দেখতে এবং ভ্রমণ করতেই এসেছি।
ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমার মেয়ে। বড় হয়ে সে বলবে আমি মেট্রোরেলের প্রথম ট্রিপের যাত্রী ছিলাম। তাইতো মাত্র দেড় মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে মিরপুর থেকে সাতসকালে চলে আসেন আগারগাঁও মেট্রোরেল স্টেশনে। এভাবেই নিজেদের আনন্দের অনুভূতি জানাচ্ছিলেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার প্রথম দিনই যাত্রী হতেই এত কষ্ট। অনেকে স্বপরিবারে আজ খুব ভোরে চলে এসেছেন।স্টেশনে উৎসুক যাত্রীদের দীর্ঘ লাইন। তবে লাইন যত দীর্ঘই হোক, যত সময়ই লাগুক, মেট্রোরেলে চড়ে তবেই বাসায় ফিরবো। এমনটাই বললেন এই পরিবার।
মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় খুলে গেছে স্বপ্নের আরেকটি দ্বার। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ থেকে সপরিবারে ভোরে ঢাকায় এসেছেন তাওহিদ রহমান। মেট্রোরেল দেখার জন্যই এসেছি। ভ্রমণ করবো, দিয়াবাড়ী যাবো। এরপর আবার চলে আসবো আগারগাঁও। রাতেই ফিরে যাবো। খুবই আনন্দ লাগছে।
শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে।
শুরুর দিকে মেট্রোরেল চলবে দিনে ৪ ঘণ্টা। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেনগুলো মাঝপথে কোথাও যাত্রাবিরতি করবে না।
সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা।
এছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা সেন্টার (মধ্য) ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া হবে একই ২০ টাকা। উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
সময় জার্নাল/এলআর