শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

হাতীবান্ধায় বিএসএফ'র গুলিতে ২ বাংলাদেশী নিহত

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২
হাতীবান্ধায় বিএসএফ'র গুলিতে ২ বাংলাদেশী নিহত

শাহিনুর ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে ২ জন বাংলাদেশী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার ভোর রাতে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র নাজির হোসেন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন গরু ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এতে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলে নিহত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল