জেলা প্রতিনিধি:
ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর টোল আদায়। এর আগে ঘন কুয়াশার কারণে কয়েক দফায় বন্ধ রাখা হয় টোল আদায়। এতে করে মহাসড়কে অন্তত ১০ কিলো এলাকায় যানজট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার ভোরে মহাসড়কের এ যানজট বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ কিলোমিটারের বেশি এলাকা ছাড়িয়ে গেছে।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, ঘন কুয়াশার কারণে বুধবার রাতে দু’বার বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজার বুথ বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কমলে টোল আদায় শুরু করলেও ভোর ৪টা থেকে আবারও টোল বুথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল ৮টায় পুনরায় টোল আদায় শুরু হলে ধীরগতিতে চলাচল করে যানবাহন।
তিনি জানান, কয়েক দিন ধরেই ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সকালের দিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা হতে কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত মহাসড়কে পরিবহনের দীর্ঘ লাইন রয়েছে। মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
সময় জার্নাল/এলআর