সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : টনি খান ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট ফর কুলিনারি এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ‘সেইপ - বেকারি এন্ড পেস্ট্রি কোর্স’ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে টিকেআইএসডি’র সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় বেকারি এন্ড পেস্ট্রি কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনে অংশ নেন।
ইনস্টিটিউটের কর্মকর্তা জাশেদ রেজার সঞ্চালনায় প্রশিক্ষক সুলতানা কবীর ও দিলীপ জেমস গোমেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোর্স সম্পর্কিত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, পর্যটনসহ দেশ-বিদেশের হোটেল শিল্পে বেকারি ও পেস্ট্রি শিল্পে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলে কর্মসংস্থানের অভাব হবে না। প্রশিক্ষণ শেষে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের সুনাম রক্ষায় শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান তারা।
এমআই