নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থল বদলি/পদায়ন করা হলো। অধ্যাপক টিটো মিঞা একজন মেডিসিন বিশেষজ্ঞ।
অধ্যাপক টিটো মিঞা এর আগে মুগদা মেডিকেল কলেজেরও অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯-২৩ মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলর।
এমআই