মামুনুর রশীদ, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় মহাসড়কে দ্রুতঘামী একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ধুমড়েমুছডে যায়। এতে দুই আরোহী মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২২)উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়,মোটরসাইকেল যোগে তারা বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছিল।খুবই দ্রুতগতীতে চালানো মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এই দুই জন নিহত হয়। নিহতদের বাড়ি, উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারবাড়ি জালাল মৌলভীর বাড়ির মৃত জেবল হোসেনের পুত্র হোসাইন বিন আরিফ(২৫) ও একই এলাকার লেদু কোম্পানির পুরাতন বাড়ির মৃত নুরুল আলমের পুত্র মোহাম্মদ ইমন (২১)বলে জানা যায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, মোটরসাইকেলটি দ্রুতগতীতে চালানো কারনে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমআই