শাহিনুর ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন লালমনিরহাট জেলা বিএনপি কমিটির অন্যতম সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিন্দূর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি সার্বজনীন দূর্গা মন্দির এলাকায় শতাধিক অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, "এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।"
সময় জার্নাল/এলআর