এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একট এলপি গ্যাসের দোকানসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সদরের বয়রাতলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘন্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে এলপি গ্যাস, ডিজেল ও পেট্রোল ব্যবসায়ী এনামুল হকের মেসার্স হক এন্টারপ্রাইজ, মোনায়েম খানের মদিনা ওয়ার্কসপ ও মতিয়ার রহমানের হোমিওপ্যাথির দোকান পুড়ে যায়। এতে ঘর মালিক মো. ওহাব মাঝি ও তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
এ বিষয়ে ফয়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, গ্যাস সিলিন্ডারগুলো খালি ছিল। কিন্তু ওই দোকানে ডিজেল ও পেট্রোল থাকায় আগুন দ্রুত ব্যাপক আকার ধারন করেছিল। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে ঘটে থাকতে পারে বলে ফায়ার কর্মীরা ধারণা করেন।
সময় জার্নাল/এলআর