শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জে তিনটি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

রোববার, জানুয়ারী ১, ২০২৩
মোরেলগঞ্জে তিনটি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোরেলগঞ্জে একট এলপি গ্যাসের দোকানসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সদরের বয়রাতলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘন্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে এলপি গ্যাস, ডিজেল ও পেট্রোল ব্যবসায়ী এনামুল হকের মেসার্স হক এন্টারপ্রাইজ, মোনায়েম খানের মদিনা ওয়ার্কসপ ও মতিয়ার রহমানের হোমিওপ্যাথির দোকান পুড়ে যায়। এতে ঘর মালিক মো. ওহাব মাঝি ও তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। 

এ বিষয়ে ফয়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, গ্যাস সিলিন্ডারগুলো খালি ছিল। কিন্তু ওই দোকানে ডিজেল ও পেট্রোল থাকায় আগুন দ্রুত ব্যাপক আকার ধারন করেছিল। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে ঘটে থাকতে পারে বলে ফায়ার কর্মীরা ধারণা করেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল