এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৭৫ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আজ রবিবার বেলা ১১টার দিকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
রোববার সকাল ১০ টায় সরকারি গার্লস স্কুল, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, লতিফিয়া ফাজিল মাদ্রাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, অধ্যক্ষ ড. রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, কাউন্সিলর শংকর কুমার রায়সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাগেছে, এ উপজেলায় প্রাথমিক ও কিন্ডারগার্টেন ৩৩৮টি বিদ্যালয়ে ৩৩ হাজার ৮৮৯ শিক্ষার্থী ৫৯ হাজার ৪৮৮ নতুন পাঠ্যবই পেয়েছেন। মাধ্যমিক স্তরে এবতেদায়ী ও দাখিল শাখায় ১২৮টি বিদ্যালয়ে ৪১ হাজার ৭৮৯ শিক্ষার্থী বই পেয়েছেন ৫ লাখ ২১ হাজার ২৫০। সর্বমোট ৫ লাখ ৮০ হাজার ৩৩৮টি পাঠ্যবই পেয়েছেন শিক্ষার্থীরা।
এমআই