ইসাহাক আলী, নাটোর:
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ং সম্পন্ন হওয়ার পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদে স্বয়ং সম্পন্ন হওয়ার পাশাপাশি সমৃদ্ধ হয়েছে। এছাড়া জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে রুপকল্প দিয়েছিলেন এবং বাংলাদেশকে দরিদ্র রাষ্ট্র থেকে উন্নয়নশীল একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করার সততা দক্ষতা দিয়ে তা তিনি বাস্তবায়ন করেছেন।
তিনি আজ সমতলের আদিবাসিদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুপুরে সিংড়া গোডাউন চত্ত্বরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে আদিবাসি ২০০ পরিবারের মাঝে ৪০০ ভেড়া বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অহিদুর রহমান, বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম ঝন্টু, জেলা প্রাণী কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম।
এমআই