এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরেজমিনে গেলে গ্রামবাসীরা জানান, জগনাথদী গ্রামের দুটি গ্রাম্য দল রয়েছে। এরমধ্যে একটি দলের নেতৃত্ব দেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিব চৌধুরী। অপর দলের নেতৃত্ব দেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওলিয়ার শেখ। গ্রাম্য দলাদলি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ওলিয়ারের সমর্থক জাহিদ শেখ সজিব চৌধুরীর দলে যোগ দেন। একপর্যায় ঘটনাটি নিয়ে রবিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে নয়ন চৌধুরী, সজিব চৌধুরী, রেজাউল চৌধুরী, মুন্নু চৌধুরী, সেলিম চৌধুরী, জাকির মাতুব্বর, মুরাদ চৌধুরী ও শহিদুল শেখসহ অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে মুরাদ চৌধুরী, নয়ন চৌধুরী ও রেজাউল চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এলআর