বুধবার, জানুয়ারী ৪, ২০২৩
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (০৪ জানুয়ারী) উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
আরও এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, রওশন হাবিব খান মানিক, মহিলা লীগের সভানেত্রী রশিদা বেগম, সম্পাদক মর্জিনা বেগমসহ যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
এমআই