বুধবার, জানুয়ারী ৪, ২০২৩
মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় এক হাজার কোটি টাকার ১৯৪ একর খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় উচ্ছেদ করা হয়েছে ঐ জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা।
বুধবার(৪ জানুয়ারি ২২)দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়,উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় সরকারি শত শত একর খাস জমি দখল করেছিলো স্থানীয় কতিপয় ব্যবসায়ীরা।তারা সেখানে রেস্টুরেন্ট,হোটেল,সমিতিসহ নানান ব্যবসা পরিচালনা করে আসছিল।এই বিষয়টি নজরে আসলে তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা প্রতিষ্ঠান না সরিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
উক্ত বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম জানান, অভিযানে সব মিলিয়ে মোট ১৯৪.১৮ একর জমি উচ্ছেদ করা হয়েছে।এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।
এসময় অভিযানে অংশগ্রহণ করেন,সীতাকুণ্ড মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ নুরুল হাসান,সার্বেয়ার অহিদুর রহমানসহ জেলা ও উপজেলার সংবাদিক বৃন্দ।
এমআই