বুধবার, জানুয়ারী ৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে বইমেলা ২০২৩-এ ঘাসফুল থেকে প্রকাশিত হচ্ছে জনপ্রিয় তরুণ দুই লেখক মানজুলুল হক ও রাব্বি হোসেনের উপন্যাস। মানজুলুল হকের ২য় উপন্যাস 'ছদ্মছায়া' ও রাব্বি হোসেনের ২য় উপন্যাস 'নিশিদিন'। ইতোমধ্যে ঘাসফুলের সাথে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
মঙ্গলবার(৩ জানুয়ারি) ধানমন্ডির বেঙ্গল বই'য়ে চুক্তির এ আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই লেখকের হাতে চুক্তির স্মারক তুলে দেন ঘাসফুলের প্রকাশক মাহাদী আনাম।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাসফুলের স্বত্বাধিকারী আদিবা নুসরাত।
এ বিষয়ে লেখক মানজুলুল হক বলেন, ঘাসফুলের সাথে ৩য় বারের মতো চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে। বইমেলা ২০২৩ এ প্রকাশিত হবে আমার ২য় উপন্যাস ও ছদ্মছায়া। আমার ১ম উপন্যাস তবুও সন্ধ্যার মতো ছদ্মছায়াও পাঠকের হৃদয় স্থান করে নিতে পারবে বলে আমার বিশ্বাস।
লেখক রাব্বি হোসেন বলেন, ঘাসফুলের সাথে আমার যাত্রা শুরু হয় বইমেলা ২০২২ থেকে। এবারও ঘাসফুলের সাথে বই নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে এতে আনন্দ লাগছে। ২০২৩ বইমেলায় আমার ২য় উপন্যাস নিশিদিন প্রকাশ পাবে। স্মৃতির রুমাল উপন্যাস নিয়ে পাঠকের যেমনটা সাড়া ছিল নিশিদিন উপন্যাস নিয়েও পাঠকরা তেমনই সাড়া দিবে বলে আশাবাদী আমি।
এমআই